Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু


২০ জানুয়ারি ২০২০ ২৩:১০

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় দরগাপাড়া এলাকায় এক যুবক কানে হেডফোন লাগিয়ে রাস্তা পার হচ্ছিলেন। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান ওসি।

জয়পুরহাট ট্রেনের ধাক্কা যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর