ইশরাত নিশাত: থিয়েটারে এক দ্রোহের নাম [ ফটো স্টোরি ]
২০ জানুয়ারি ২০২০ ১৯:২৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ২১:১৯
শিরোনামেই বোঝা যায়, ইশরাত নিশাত ছিলেন থিয়েটার অন্তঃপ্রাণ একজন। থিয়েটারই ছিল তার ধ্যান-জ্ঞান।
হঠাৎ করেই চলে গেলেন।
কিছু বুঝে ওঠার আগেই ‘হার্ট এটাক’ এ চলে গেলেন মঞ্চপাড়ার প্রিয় এই মুখ।
ইশরাত নিশাতকে শেষ শ্রদ্ধা জানানো হয় তার সবসময়ের প্রিয় স্থান শিল্পকলা একাডেমির নাট্যশালা প্রাঙ্গনে। নাট্যাঙ্গনের অধিকাংশ মানুষের উপস্থিতি এবং সেখানকার বেদনাবিধুর পরিবেশ জানিয়ে দিলো ইশরাত নিশাত নামের মঞ্চপ্রাণ মানুষটি কতোটা প্রিয় ছিলো সবার।
সেই আবেগঘন মুহুর্তের ছবি তুলেছেন সারাবাংলার মাল্টিমিডিয়া জার্নালিস্ট আব্দুল্লাহ আল মামুন এরিন