Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৯৯ এ ফোন করে ‘ধর্ষণকারীকে’ ধরিয়ে দিলেন ভিকটিমের বাবা


২০ জানুয়ারি ২০২০ ১৬:৪৪

ঢাকা: জরুরি সহায়তা নম্বর ৯৯৯ এ ফোন করে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিলেন ভিকটিমের বাবা। সোমবার (২০ জানুয়ারি) সকালে মানিকগঞ্জের এক গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করে সদর থানা পুলিশ। একইসঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

৯৯৯ এর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে ভিকটিমের বাবা ফোন করে জরুরি পুলিশী সহায়তা চান।

বিজ্ঞাপন

ওই বাবা ফোন করে জানান, তিনি একজন ভ্যানচালক। তার ৯ বছর বয়সী মেয়ে স্কুলে যাওয়ার পথে আবদুল কাদের (৭০) নামে এক ব্যক্তি ভুট্টা ক্ষেতে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেছে। এ সময় চিৎকার শুনে স্থানীয় লোকজন ভুট্টা ক্ষেত থেকে মেয়েটিকে উদ্ধার করে। খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজন ওই ধর্ষণকারীকে আটকে রাখেন। এখন তার জরুরি ভিত্তিতে পুলিশী সহায়তা দরকার।

৯৯৯ এ কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ভিকটিমের বাবাকে মানিকগঞ্জ সদর থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার এসআই তারেক ফোর্সসহ ঘটনাস্থলে যান। তিনি ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠান এবং অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

৯৯৯ টপ নিউজ ধর্ষণ সরকারি সহায়তা কেন্দ্র