Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা শুধুই দুর্নীতি দেখি, রাঘব বোয়াল বা চুনোপুঁটি দেখি না’


২০ জানুয়ারি ২০২০ ১৬:০৭

ঢাকা: রাঘব বোয়াল, চুনোপুঁটি কিংবা পদ-পদবি এসব আমরা কিছুই দেখি না। আমরা শুধু দুর্নীতি দেখি বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার (২০ জানুয়ারি) সকালে দুদক ও অক্সফামের আয়োজনে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘পিএস, এপিএসদের দুর্নীতির কারণে দুদকে তলব করা বিভিন্ন সংসদ সদস্য, মন্ত্রী বা দায়িত্বশীল কর্তাব্যক্তিদের জন্য একটি বার্তা। এসব দুর্নীতির সঙ্গে কর্তাব্যক্তিরা জড়িত কিনা সময়ের ব্যবধানে সেগুলো বের হয়ে আসবে। যত হাইপ্রোফাইল লোকই হোক না কেন, দুর্নীতি করেছে আর তাদের দুদকের বারান্দায় আসতে হয়নি, এমনটা খুব কম। কোনো ধরনের দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না।‘

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘দেশের আগামী প্রজন্মকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষে দুর্নীতি দমন কমিশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দুদকের উদ্যোগে ও অক্সফাম ইন বাংলাদেশের সহযোগিতায় দেশের ২৬ হাজার ২১৭টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীকে দুর্নীতির প্রভাব সম্পর্কে সচেতন করতে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজন শিশু-কিশোর ও যুবকদের মনে ইতিবাচক প্রভাব ফেলবে, ভবিষ্যৎ জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন- দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, কমিশনের সচিব মুহাম্মদ দিলওয়ার বখত এবং দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এ কে এম সোহেল, অক্সফামের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ।

বিজ্ঞাপন

দুদক চেয়ারম্যান দুর্নীতি রাঘব বোয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর