Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রদেশে সিএএপন্থি সমাবেশে পুলিশ-বিজেপি সংঘর্ষ (ভিডিও)


২০ জানুয়ারি ২০২০ ১৫:১৯

ভারতের মধ্যপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রোববার (১৯ জানুয়ারি) সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) পক্ষে এক সমাবেশের ডাক দেন। রাজগড়ের ওই সমাবেশে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সমর্থক এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি।

এর আগে, ওই সমাবেশ থেকে তিনরঙ্গা ফেস্টুন হাতে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে থাকা একজনকে থাপ্পড় মারতে দেখা যায় ডিস্ট্রিক্ট কালেক্টর নিধি নিবেদিতাকে। বিজেপির পক্ষ থেকে ওই ঘটনার কারণে এই দিনকে গণতন্ত্রের কালো দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এনডিটিভি জানিয়েছে, বিজেপি সিএএ’র পক্ষে রাজগড়ে সমাবেশ ডাকার পর থেকেই সেখানে ১৪৪ ধারা জারি করা ছিল। ১৪৪ ধারা ভেঙ্গে বিজেপি কর্মীরা সেখানে স্লোগান দিতে শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুইজন কর্মী আহত হন। পরে, পুলিশের বাধা না মেনে বিজেপির কর্মীরা পুনরায় রাজগড়ে মিছিল নিয়ে জড়ো হতে চাইলে ডিস্ট্রিক্ট কালেক্টর নিধি নিবেদিতার সাথে ওই বিজেপি কর্মীর অনভিপ্রেত ঘটনা ঘটে।

ইতোমধ্যেই, ডিস্ট্রিক্ট কালেক্টর নিধি নিবেদিতার নামে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) দায়ের করেছে মধ্যপ্রদেশের বিজেপি।

টপ নিউজ নিধি নিবেদিতা ভারত মধ্যপ্রদেশ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর