Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে মিউজিক ক্লাবে বন্দুকধারীর হামলা, দুইজনের মৃত্যু


২০ জানুয়ারি ২০২০ ১৩:৪৩ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৩:৪৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান অ্যান্টোনিওর ভেঞ্চুরা বার অ্যান্ড মিউজিক ক্লাবে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় দুই জনের  মৃত্যু হয়েছে। আহত আরও পাঁচ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে। খবর আরটি নিউজ।

সান অ্যান্টানিওর পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকমানুস জানিয়েছেন, ওই ভেন্যুতে কনসার্ট চলাকালীন এই হামলার ঘটনা ঘটে। একটি অ্যাম্বুলেন্সকে ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল ত্যাগ করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, এটা এখনও স্পষ্ট নয় যে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছিল নাকি নির্বিচারে গুলি চালানো হয়েছিল। ঘটনার অদ্যাবধি পরে ২১ বছর বয়সী একজনের মৃতদেহ আবিষ্কার করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাড়াহুড়া করে বের হওয়ার সময় পদদলিত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

টেক্সাস বন্দুকধারী মিউজিক ক্লাব মৃত যুক্তরাষ্ট্র হামলা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর