Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়ে আমরা সন্তুষ্ট: রাষ্ট্রপক্ষ


২০ জানুয়ারি ২০২০ ১২:৫৬

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। রায় পরবর্তী প্রতিক্রিয়ায় পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বলেন, ‘দেশের অর্থনীতিকে ধ্বংস করা ছিল এই হামলার উদ্দেশ্য। এছাড়া আওয়ামী লীগ ও সিপিবিকে ধ্বংস করতে জঙ্গিরা এই হামলা চালিয়েছিল। আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।’

রায় প্রকাশে দীর্ঘসূত্রিতা প্রসঙ্গে পিপি বলেন, ‘২০০১ সালের পর বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় ছিল। মামলাটি বানচাল করতে তারা সময়ক্ষেপণ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নতুনভাবে মামলার তদন্তকাজ শুরু হয়। যে কারণে মামলার রায় হতে ১৯ বছর সময় লেগে গেছে।’

বিজ্ঞাপন

রাজধানীর পল্টন ময়দানে ২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে বোমা হামলায় ৫ জন নিহত এবং ২০ জন আহত হন। আলোচিত এ মামলার ১২ আসামির মধ্যে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান, আরিফ হাসান সুমন, মুফতি মাঈনুদ্দিন শেখ, আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, নুরুল ইসলাম, মহিবুল মুস্তাকিম ও আনিসুল মুরসালিন ।

রায়ে মামলার অন্য দুই আসামি মশিউর রহমান ও রফিকুল ইসলাম মিরাজকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ফারুক হোসেন বলেন, ‘শুধুমাত্র একজন আসামির ১৬৪ ধারায় জবানবন্দির ভিত্তিতে বিচারক এ রায় দিয়েছেন বলে মনে করি। রায়ে আমরা সন্তুষ্ট নয়। রায়ের বিরুদ্ধে শিগগিরই উচ্চ আদালতে আপিল করব।’

বিজ্ঞাপন

টপ নিউজ বোমা হামলা মামলা সিপিবি সিপিবির সমাবেশ

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর