Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরা জেলা আ. লীগ সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন আর নেই


২০ জানুয়ারি ২০২০ ১৩:০১

মাগুরা: মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান (৭০) মারা গেছেন। সোমবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, বিকেলে আসরের নামাজের পর মাগুরা পিটিআই জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে শহরের পৌর গোরস্থানে তানজেল হোসেন খানকে দাফন করা হবে।

তানজেল হোসেন খান- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুম এই নেতার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গন্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর শোক মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খান

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর