Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটে কারচুপি হলেই সরকার পতনের আন্দোলন: আব্বাস


২০ জানুয়ারি ২০২০ ১২:০১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১২:৫৮

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচন কারচুপি হলে ওইদিন থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে জনসংযোগ করতে এসে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস আরো বলেন, সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনে ইভিএম মানি না। এতে ভোট কারচুপি হলেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।

‘আওয়ামী লীগ ঢাকাকে ধ্বংস করে ফেলেছে। এই অবস্থা থেকে ঢাকাকে বাঁচাতে হবে। আমি মেয়র ছিলাম। ইশরাকের বাবা মেয়র ছিলেন। আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঢাকাকে সুন্দর করে গড়ে তুলব। ঢাকাকে দূষণ, নোংরা, যানজটমুক্ত করব।’ বলেন মির্জা আব্বাস।

ইশরাক বলেন, ‘ঢাকা এখন নোংরা নগরীতে পরিণত হয়েছে। একটি জরিপে দেখা গেছে, প্রতিদিন মানুষের শরীরে বিষাক্ত জীবাণু ঢুকছে ও ক্যান্সারসহ নানারোগে আক্রান্ত হচ্ছে। অতীতে ঢাকা িএমন ছিল না।’

‘তরুণরা সমাজ পরিবর্তনের জন্য দেশ স্বাধীনে নেমেছিল। আজও তরুণরা আমার জন্য মাঠে নেমেছে। আশাকরি আমি বিজয়ী হব।’ যোগ করেন ইশরাক হোসেন।

ইশরাক হোসেন টপ নিউজ মির্জা আব্বাস

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর