Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়েমেনে মসজিদে ড্রোন ও মিসাইল হামলা, ১০০ জনের মৃত্যু


২০ জানুয়ারি ২০২০ ১১:০৭

ইয়েমেনের কেন্দ্রীয় অঞ্চলের মারিব প্রদেশের একটি মসজিদে ড্রোন ও মিসাইল হামলার ঘটনায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও ১২ জন। তাদের মধ্যে কয়েকজন শিশু। রোববার (১৯ জানুয়ারি) এই হামলার জন্য ইরান সমর্থিত হুথি জঙ্গিগোষ্ঠীকে দায়ী করছে ইয়েমেনের সরকারি কর্তৃপক্ষ। খবর দ্য ডন।

সামরিক সূত্রগুলো জানিয়েছে, সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সাথে ইরান সমর্থিত হুথি জঙ্গিগোষ্ঠীর লড়াই প্রায় একমাস সময়ের জন্য বন্ধ ছিল। ইয়েমেনের রাজধানী সানা থেকে ১৭০ কিলোমিটার দূরবর্তী একটি সেনাক্যাম্পের মসজিদে মাগরিবের নামাজ চলাকালীন মিসাইল ও ড্রোন হামলা চালায়।

বিজ্ঞাপন

এদিকে, ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়েছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় ১০০ জনের মৃত্যু ও ১২জনের আহত হওয়ার ঘটনায় তারা তীব্র নিন্দা জ্ঞাপন করে।

সামরিক মুখপাত্র জানিয়েছেন, সামরিক বেসামরিকসহ ১০০ এই হামলায় মারা গেছেন। এই হামলার সাথে হুথি বিদ্রোহীদের সংশ্লিষ্ঠতার প্রমাণ পাওয়া গেছে।

এই হামলায় আহতদের অতিদ্রুত মারিব সিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের সুত্র জানিয়েছে এই হামলায় ৮৩ জনের মৃত্যু এবং ১৪৮ জন আহত হয়েছেন।

ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাবু মানসুর হাদি রাষ্ট্রীয় প্রচারমাধ্যম সাবাকে জানিয়েছেন, হুথির এই সন্ত্রাসী হামলা কাপুরুষোচিত।

 

আল মারিব ইয়েমেন ড্রোন ও মিসাইল হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর