Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লংগদুতে জনসংহতি সমিতির সদস্যকে গুলি করে হত্যা


২০ জানুয়ারি ২০২০ ০০:৩৮ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ০০:৪২

রাঙ্গামাটি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় পান্ডব চাকমা (৩৫) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত পান্ডব চাকমা বাঘাইছড়ি উপজেলার রাঙাদূরছড়ি এলাকার প্রফুল্ল চাকমার ছেলে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে লংগদু উপজেলার বাঘাইছড়ি উপজেলা সীমান্তবর্তী আটারকছড়া ইউনিয়নের বান্দরতলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে ওই এলাকায় পুলিশ ও সেনাসদস্য পৌঁছানোর পর লাশ উদ্ধার করলে ঘটনাটি নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, দুপুরে ঘটনাটি সম্পর্কে শুনলেও এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে ঘটনাটি নিশ্চিত হওয়া যায়নি। পরে রাতে সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকায় পৌঁছে লাশ উদ্ধারের পর আমরা বিষয়টি নিশ্চিত হই।

ওসি বলেন, পান্ডব গত পাঁচ মাস ধরে এলাকায় ছিল না। গত শনিবার সে এলাকায় এলে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে বলে জেনেছি। তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তারা অভিযোগ করলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পান্ডব চাকমার মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ নূর।

এমএন লারমা জনসংহতি সমিতি পান্ডব চাকমা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর