বাসচালককে পিটুনির জেরে সড়ক অবরোধ, সার্জেন্ট প্রত্যাহার
১৯ জানুয়ারি ২০২০ ২২:৩৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ২২:৩৮
চট্টগ্রাম ব্যুরো: বাসচালককে মারধরের জেরে চট্টগ্রাম নগরীতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টকে সাময়িক প্রত্যাহার করেছে নগর পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর হালিশহর থানার নয়াবাজার এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা সারাবাংলাকে জানান, চট্টগ্রাম থেকে নোয়াখালী অভিমুখী জোনাকি পরিবহনের একটি বাসকে থামার সংকেত দেওয়ার পর তা অমান্য করে বাস এগিয়ে নেন চালক। এসময় ট্রাফিক সার্জেন্ট বাসকে থামতে বাধ্য করে চালককে নামিয়ে আনেন। এরপর তাকে মারধরের অভিযোগে পরিবহন শ্রমিকরা জড়ো হয়ে সড়কে অবস্থান নেয়।
আহত বাসচালককে চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর শ্রমিকরা রাত সাড়ে ৯টায় সড়ক ছেড়ে যান বলে পরিদর্শক সঞ্জয় জানান।
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহমেদ সারাবাংলাকে বলেন, অভিযুক্ত সার্জেন্ট শুভকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগ তদন্ত করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
পরিবহন শ্রমিক বাসচালককে মারধর সড়ক অবরোধ সার্জেন্টকে সাময়িক প্রত্যাহার