‘ইভিএম ছুড়ে ফেলে স্বচ্ছ ব্যালটে নির্বাচন করতে হবে’
১৯ জানুয়ারি ২০২০ ১৯:১৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৯:২৫
ঢাকা: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ছুড়ে ফেলে দিয়ে স্বচ্ছ ব্যালোটে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সরকার নানা কৌশলে আমাদেরকে পরাজিত করতে চায়। জাতীয় নির্বাচন আগের রাতে ডাকাতি করে নিয়ে গেছে। এখন আবার তারা নির্বাচন দিয়েছে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হই, সব মানুষকে সংগঠিত করতে পারি, তাহলে সিটি নির্বাচনে অবশ্যই তাদেরকে পরাজিত করতে পারব।’
‘ইভিএম দিয়েছে। নতুন একটা কৌশল। আমরা পরিষ্কার করে বলেছি, ইভিএম ছুড়ে ফেলে দিতে হবে। ইভিএম দিয়ে নির্বাচন হবে না। স্বচ্ছ ব্যালটে নির্বাচন করতে হবে,’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় বিএনপির মহাসচিব বলেন, ‘জিয়াউর রহমান একাই যথেষ্ট। তার যে দর্শন, তার যে আদর্শ, তা যদি অনুসরণ করি, তাহলে আমাদের অন্য কোনো দিকে তাকাতে হবে না। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, উন্নয়ন— সবগুলো জিনিসকে নিয়ে তিনি আমাদের সামনে যে দর্শন দিয়ে গেছেন, সেই দর্শনকে প্রতিষ্ঠা করতে হবে।’
তিনি বলেন, ‘আজকে বিএনপিরি দায়িত্ব অনেক। আমাদের যুবকদের দায়িত্ব অনেক। তরুণদের দায়িত্ব অনেক। এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত করতে হয়, গণতন্ত্রকে যদি মুক্ত করতে হয়, তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে আনতে হয়, তাহলে দুর্বার গণআন্দোলনের কোনো বিকল্প নেই।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যরা।
ইভিএম জিয়াউর রহমানের জন্মবার্ষিকী বিএনপি ব্যালট মির্জা ফখরুল ইসলাম আলমগীর