ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদ
১৯ জানুয়ারি ২০২০ ১৮:২২ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৯:৪৯
ঢাকা: ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার পদে কূটনীতিক ইমরান আহমেদকে নিয়োগ দিয়েছে ইসলামাবাদ। রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল মো. আমানুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে কয়েকদিনের মধ্যে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ তার পরিচয়পত্র দাখিল করবেন।
ঢাকায় পাকিস্তান হাইকমিশন থেকে রোববার (১৯ জানুয়ারি) এক বার্তায় জানানো হয়, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান আহমেদকে রোববার (১৯ জানুয়ারি) চিফ অব প্রটোকল মো. আমানুল হক পররাষ্ট্র মন্ত্রণালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাকার পক্ষ থেকে নতুন হাইকমিশনারকে দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ওই সাক্ষাতে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং প্রটোকল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।