জানি না ভারত এটা কেন করল: সিএএ নিয়ে প্রধানমন্ত্রী
১৯ জানুয়ারি ২০২০ ১৭:১৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৮:২০
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জানি না ভারত এটা কেন করল। এটার দরকার ছিল না। তবে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়।’ আমিরাত সফরকালে গালফ নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
বাংলাদেশে ১০ শতাংশেরও বেশি হিন্দু ধর্মাবলম্বী বাস করেন এ তথ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দেওয়ার ঘটনা ঘটছে না। বিপরীতে ভারত থেকেও কেউ এখানে আসছে না। তবে এ আইনের (সিএএ) কারণে ভারতে মানুষ অসুবিধায় পড়েছে।
তবে এ বিষয়টি সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা বলে আসছি নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জিকা ভারতের অভ্যন্তরীণ বিষয়, ভারত সরকারও আমাদের একই কথা বলে আসছে। গত অক্টোবরে ভারত সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমাকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, মুসলিম অধ্যুষিত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে নির্যাতনের মুখে ভারতে আশ্রয় নেওয়া অন্যান্য ধর্মাবলম্বীদের (হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন) অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকত্বের জন্য বিবেচনা করার বিধান রেখে সিএএ পাস করেছে ভারত। তবে দেশটির লোকসভা ও রাজ্যসভায় পাস হওয়ার পর এ আইনকে ভারতের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে ভারতজুড়ে ব্যাপক আন্দোলন চলে। বিতর্কিত এ আইনটি প্রত্যাহার করার জন্য বেশিরভাগ রাজনৈতিক দল দেশটির সরকারের ওপর চাপ সৃষ্টি করে।
এ সাক্ষাতকারে রোহিঙ্গা সংকট নিয়েও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই সমস্যার শুরু হয়েছে মিয়ানমারে, সেখানেই এর সমাধান হতে হবে। কিন্তু মিয়ানমার এখনও রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
প্রধানমন্ত্রী বলেন, এ সমস্যা সমাধান করা না গেলে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলিতার উপর প্রভাব পড়বে। এ জন্য রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ইস্যুতে জড়িত থাকতে হবে।