এসএসসি’র নতুন রুটিন, প্রথম পরীক্ষা বাংলা
১৯ জানুয়ারি ২০২০ ১৫:৫৫ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৯:৪৫
ঢাকা: সরস্বতী পূজা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের কারণে দু‘দিন পেছানো হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা।
রোববার (১৯ জানুয়ারি) বিকেলে পুরনোটা বাদ দিয়ে নতুন রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন রুটিন অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১৭ ফেব্রুয়ারি।
এর আগে ঢাকা শিক্ষাবোর্ডের কর্মকর্তারা সংশোধিত রুটিনের খসড়া তৈরি করেন। সংশোধিত রুটিন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।