Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টার ছেঁড়া ছোটলোকি কাজ: ইশরাক


১৯ জানুয়ারি ২০২০ ১৩:২৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৫:৩৯

ঢাকা: বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পোস্টার ছেঁড়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। বিষয়টিকে ‘ছোটলোকি’ কাজ হিসেবে তিনি উল্লেখ করেছেন।

রোববার (১৯ জানুয়ারি) শান্তিনগর মোড় এলাকা ও হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের সামনে তিনি এ বক্তব্য রাখেন।

ইশরাক বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলরদের পোস্টার লাগাতে বাধা দেওয়া হচ্ছে এবং লাগানো পোস্টার প্রতিদিনই ছেঁড়া হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে এসব অভিযোগ পাওয়া যাচ্ছে। নির্বাচন কমিশন ও থানা-পুলিশকে অবহিত করেও কোনো প্রতিকার মিলছে না।’

তিনি বলেন, ‘পোস্টার ছেঁড়া ছোটলোকি কাজ। পোস্টার ছেঁড়ার মাধ্যমে আমাদেরকে জনগণের মন থেকে মুছে ফেলতে পারবে না। বিরোধী দলের প্রার্থীর পোস্টার ছেঁড়া ও তাদের নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টির মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থী নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করছেন।‘

জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে মন্তব্য করে ইশরাক বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে এ নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনে জয়লাভ করার জন্য রাজনৈতিক দল হিসেবে আমাদের যা যা করণীয় তাই করব। নির্বাচন কমিশন যদি ন্যুনতম সুষ্ঠু ভোট দিতে সক্ষম হয়, তাহলে আমাদের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

‘আমি আশা করব, একটি সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে নির্বাচন কমিশন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে’— বলেন ইশরাক।

ইশরাক হোসেন নির্বাচনি প্রচারণা পোস্টার ছেঁড়ার অভিযোগ