Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ৫৫তম বিশ্ব ইজতেমা


১৯ জানুয়ারি ২০২০ ১০:৪০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১২:২৫

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত শেষে মুসল্লিরা বিভিন্ন মেয়াদে জোটবদ্ধ হয়ে ইসলামী দাওয়াত কাজে বের হবেন।

বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের উদ্দেশে রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকেই চলছে হেদায়েতি বয়ান। হেদায়েতী বয়ান করছেন ভারতের নিজামউদ্দিন মার্কাজের মাওলানা জমশেদ। হেদায়েতি বয়ান শেষে বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই লাখো মুসল্লি হেঁটে, বিভিন্ন যানবাহন ও ট্রেনে চড়ে টঙ্গীর এজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন।

বিজ্ঞাপন

মুসুল্লিদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য শাটল বাস ও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটা ট্রেন টঙ্গী জংশনে যাত্রাবিরতি করবে। আখেরী মোনাজাত উপলক্ষে রোববার ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত এজতেমা ময়দানের পার্শ্ববর্তী সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়।

আখেরি মোনাজাত উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ও পাশাপাশি অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রাখা হয়েছে। আখেরি মোনাজাতের পরে দেশি ও বিদেশি মুসল্লিরা যতক্ষন পর্যন্ত মাঠ ত্যাগ না করবেন ততক্ষন পর্যন্ত ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য পুলিশ একইভাবে থাকবে এবং প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে।

ইজতেমা টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর