ছাত্রলীগ নেতা হত্যার আসামি পুলিশকে পাথর ছোঁড়ায় গ্রেফতার
১৯ জানুয়ারি ২০২০ ০৮:১৯ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১২:২১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে পাথর ছোঁড়ায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির নাম মো. জাহেদ (২৫)। তিনি আলোচিত ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) রাতে নগরীর খুলশী থানার ইস্পাহানি মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর পাথর নিক্ষেপ করেন জাহেদ। এতে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রতন ও কনস্টেবল মো. মনির আহত হন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী সারাবাংলাকে জানান, গতরাতে খুলশী থানা পুলিশের একটি টহল দল ইস্পাহানী মোড়ে দায়িত্ব পালন করছিলেন। সাড়ে ১১টার দিকে জাহেদ তার অনুসারীদের নিয়ে ওই পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এসময় তিন পুলিশ সদস্য আহত হন। অন্যরা ইট পাটকেল নিক্ষেপকারীদের ধাওয়া দেয়। এসময় জাহেদকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গ্রেফতার জাহেদ নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি।
২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়।