নির্বাচন না পিছিয়ে এগিয়ে আনলে ভালো হতো: তাপস
১৮ জানুয়ারি ২০২০ ২২:৪৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ০৯:৫৬
ঢাকা: শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নির্বাচন না পিছিয়ে বরং এগিয়ে আনলে বেশি ভালো হতো বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার (১৯ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সমিতির একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরস্বতী পূজা ৩০ তারিখ পযন্ত বর্ধিত থাকায় এটা নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের আকাঙ্ক্ষা এবং আবেগের জায়গা ছিলো উল্লেখ করে তাপস বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের অসুবিধার জায়গা থেকে এবং আবেগের জায়গা থেকে নির্বাচন পেছানোর বিষয়টি বিবেচনাটি আগেই কমিশনের করা উচিত ছিলো। আমরা দেখেছি এটা নিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের অনেক মনক্ষুন্ন ও কষ্ট ছিলো।’
নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন আতিকুল
মেয়রপ্রার্থী তাপস আরও বলেন, ‘নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি করেছে। কিন্তু সেদিন থেকে এসএসসি পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিলো। শিক্ষার্থীদের এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তার শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। সেখানে একটি প্রস্তুতির ব্যাপার থাকে। পরিবারদের প্রস্তুতির ব্যাপার থাকে। তাই আমি মনে করি, নির্বাচনটি না পিছিয়ে যদি এগিয়ে নেওয়া যেত তাহলে আরও ভালো হতো। কারণ শিক্ষার্থীদের এখানে ক্ষতি হবে। এমনিতে নির্বাচনি কার্যক্রমের কারণে তাদের ব্যাঘাত হচ্ছে।’
উল্লেখ্য, শনিবার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ও সিটি নির্বাচন অনুষ্ঠান একই দিনে হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।