Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুব বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা


১৮ জানুয়ারি ২০২০ ২২:৪৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ০৮:২৪

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টি আইনে জিম্বাবুয়েকে হারিয়েছে ৯ উইকেটে।

জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের ২৮.১ ওভারে বৃষ্টি শুরু হলে ২৮ ওভার কমিয়ে ২২ ওভারে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। মামুলি এই লক্ষ্য লাল-সবুজের যুবারা ১১.২ ওভারে ছুঁয়ে ফেলে মাত্র ১ উইকেট খরচায়।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে তানজিদ ৩২, পারভেজ হোসেন ইমন অপরাজিত ৫৮ ও মাহমুদুল হাসান জয় করেছেন অপরাজিত ৩৮ রান।

এর আগে বুধবার দক্ষিণ আফ্রিকায় টস হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ২৮ দশমিক ১ ওভারে জিম্বাবুয়ে ১৩৭/৬ রান তুললে শুরু হয় বৃষ্টি।

বল হাতে বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরি, শামিম হোসেন ও রকিবুল হাসান ১ করে উইকেট নেন।

অনূর্ধ্ব-১৯ টপ নিউজ বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর