Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় আহত শাবানা আজমি


১৮ জানুয়ারি ২০২০ ১৮:১১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ২২:১২

ভারতে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমি। ভারতের মহারাষ্ট্রের মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে শাবানা আজমির স্বামী জাভেদ আখতারও ছিলেন। তবে জাভেদের চোট গুরুতর নয় বলে জানা গেছে। খবর এনডিটিভি।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটায় মুম্বাই শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুর টোল প্লাজার সামনে শাবানা আজমির গাড়িকে ধাক্কা দেয় একটি ট্রাক।

বিজ্ঞাপন

আহত অবস্থায় মুম্বাইয়ের মহাত্মা গান্ধী মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে শাবানা আজমিকে। ওই হাসপাতালে চিকিৎসা চলছে প্রখ্যাত এই অভিনেত্রীর।

শাবানা আজমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর