Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্ন ইউনিটের নার্সের হাতেই ছ্যাঁকার শিকার গৃহকর্মী


১৮ জানুয়ারি ২০২০ ১৭:১৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ২০:৫২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকার একটি বাড়িতে মালা (১০) নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। আর অভিযুক্ত গৃহকর্তীর নাম দিলারা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নার্স। এ ঘটনায় নার্স দিলারার স্বামী রাজিবকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। নির্যাতনের শিকার ওই গৃহকর্মী পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার হাজিরা গ্রামের রমিজ মিয়ার মেয়ে। তার মায়ের নাম কল্পনা আক্তার।

বিজ্ঞাপন

শিশুটি জানায়, দুই বছর আগে কুতুবখালী ডাক্তার বাড়ির পাঁচতলায় রাজিব ও দিলারার বাসায় গৃহকর্মীর কাজে দেয় তার মা। মাসে তাকে দুই হাজার টাকা বেতন দিত। কাজে ভুল হলে বিভিন্ন সময় নার্স দিলারা তাকে মারধর করত। ১০/১২ দিন আগে তাদের বাসা থেকে একটি দেশি মুরগি হারিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গায় খুঁজেও মুরগিটা পাওয়া যাচ্ছিল না। মালা মুরগিটি ছেড়ে দিয়েছে ভেবে তাকে মারধর করে। এরপর গত ১০ জানুয়ারি রাতে নার্স দিলারা তার মুখে হাসপাতালের রোগীদের ব্যবহৃত স্কচটেপ দিয়ে বেঁধে গরম খুন্তি দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় ছ্যাঁকা দেয় ও মারধর করে। এরপর শিশুটি নির্যাতন থেকে বাঁচতে মিথ্যা অভিযোগের দায় স্বীকার করে নেয়। পরে তাকে ছেড়ে দিলেও নির্যাতনের কথা কাউকে নিষেধ করে।

শিশুটি জানায়, এরপর সে ওই বাসায়ই ছিল। তাকে কোথাও বের হতে দেয়নি। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নার্স দিলারা তাকে দোকান থেকে পান আনতে পাঠালে সে পালিয়ে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় এক আত্মীয়র বাসায় যায়। পরে তারাই পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় শিশুটির খালা সুমা বাদি হয়ে গত রাতে একটি মামলা দায়ের করেছে। গৃহকর্তা রাজিবকে গ্রেফতার করা হয়েছে। গৃহকর্ত্রী দিলারাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

হাসপাতালে ডিউটিরত কয়েকজন নার্স বলেন, ‘এটা অমানবিক, মেনে নেওয়া যায় না। সে যতই আমাদের সহকর্মী হোক, তার বিচার হওয়া দরকার। তার কাছ থেকে হাসপাতালের রোগীরা কি সেবা পেতে পারে?’

নির্যাতনের শিকার মালার পাশের বিছানার এক রোগীর স্বজন বলেন, ‘গত রাতে মেয়েটি হাসপাতালে ভর্তি হয়েছে। মেয়েটির কাছে শুনলাম হাসপাতালেরর নার্স কর্তৃক সে নির্যাতিত। এরাইতো পোড়া রোগীদের সেবা করে। এরা আবার গড়ম খুন্তি দিয়ে নির্যাতন করেছে।’

ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. বিধান সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমাদের নার্সের হাতেই শিশুটি নির্যাতনের শিকার হয়েছে। এরই মধ্যে তার স্বামী গ্রেফতার হয়েছে। আমাদের হাসপাতালের পরিচালক বিষয়টি পর্যালোচনা করছেন।’

গৃহকর্মী নির্যাতন

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর