‘বিদ্রোহী প্রার্থী আ. লীগের ঘরের বিষয়, এটা আমাদের ওপরই ছেড়ে দিন’
১৮ জানুয়ারি ২০২০ ১৬:৩৯
ঢাকা: গণমাধ্যমকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনে কাউন্সিলর পদে দলীয় বিদ্রোহীদের বিষয়টা আওয়ামী লীগের ইন্টারনাল ম্যাটার। আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি বা না পারি, বিষয়টা আমাদের ওপর ছেড়ে দিন না।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ঢাকার আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি একটা কথা বলি, আপনাদের (সাংবাদিক) প্রতি সম্মান রেখে- আমাদের মতো দেশে এসব শৃঙ্খলাবিরোধী বিষয়টা দলের মধ্যে থাকে। আমরা তো অনেক বছর ক্ষমতায় আছি। ২০০৯ সাল থেকে ১১ বছর। এতে বিদ্রোহ বা স্বতন্ত্র প্রার্থী এই বিষয়গুলো থাকবেই। এত বড় দলের মধ্যে এসব সমস্যা থাকবেই। কিন্তু সেটা তো আামদের বিজয়ের পথে অন্তরায় হয় না। আমরা তো নির্বাচিত হচ্ছি।
তিনি আরও বলেন, ‘এসব ছোট-খাট সমস্যা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। দলকেও সংগঠিত করছি। আমরা নির্বাচনে বিজয়ী হচ্ছি এবং বিরোধীদলের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জও আমরা মোকাবিলা করছি। আমাদের পরিবারের ভিতরের এই বিষয়টা নিয়ে তো আপনাদের কোন অসুবিধা দেখছি না। সেটা যদি নিউজ করার জন্য করতে হয় আপনারা করবেন। কোনো অসুবিধা নাই।’
‘বিদ্রোহের জন্য আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাচ্ছে, এমন তো না। বিএনপিকে কি প্রশ্ন করেন তাদের যে বিদ্রোহী আছে?’- বলেন ওবায়দুল কাদের।
এদিকে মেয়র পদে দলীয় প্রার্থীদের জয়ের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের পার্টি থেকে মেয়র পদে স্বচ্ছ ভাবমূর্তির দুজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছি। জনগণ স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে ভোট দিতে চায়। নির্বাচনের প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ভোটারদের স্বতস্ফুর্ত সমর্থন, জনতার যে ঢল নেমেছে তাতে আমরা বিশ্বাসী আগামী নির্বাচনে দুই সিটিতে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, ‘কাউন্সিলরদের মধ্যে কিছু কিছু প্রার্থী আছে যারা মনোনয়নকে উপেক্ষা করে নিজেরা প্রার্থী হয়েছেন। তাদেরও বসানোর ব্যাপারে আমাদের দলের শৃঙ্খলা কমিটি সক্রিয় রয়েছে। এদের মধ্যে কেউ কেউ সাড়াও দিয়েছেন।’
ইভিএমে ভোট গ্রহণ নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন নেতিবাচক প্রশ্নের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘ইভিএমের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আমরা আধুনিক প্রযুক্তিতে বিশ্বাস করি। ইভিএম পদ্ধতিতে ভোট গণনা বিষয়টি অনেক সহজ এবং এখানে প্রযুক্তিগত দিক থেকেও এর কার্যকারিতাও খুব স্পষ্ট। বিএনপি এখন নানান টালবাহানা করছে। নির্বাচন হওয়ার আগেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার জন্য তারা নানামুখী তৎপরতা চালাচ্ছে। আমাদের কাছে মনে হয়, পরাজয় নিশ্চিত জেনে তারা ইভিএমের বিরুদ্ধে বিষদগার করছে। ইভিএমকে একটা ছুঁতো বলে সেটা নিয়ে নির্বাচনকে বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে।’
‘দুই সিটি নির্বাচনে জয় লাভের জন্যই নির্বাচনে অংশ নিয়েছি এবং আমাদের প্রার্থীই নির্বাচনে জয়লাভ করবে’- বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের বিষয়ে কাদের বলেন, ‘বিএনপি সবসময় দিবাস্বপ্ন দেখে। গণজোয়ারও তাদের একটা দিবাস্বপ্ন। এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। কারণ নির্বাচনে জেতার মতো বাস্তবতা ও অবস্থা তারা সৃষ্টি করতে পারেনি।’
অপর এক প্রশ্নের জবাবে সরস্বতী পূজার কারণে ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের ব্যাপারে ইসির দৃষ্টি আকর্ষণ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি অনড় থাকে সেখানে আমাদের কিছু করার নেই। আমরা বলেছি, পরিবর্তন হলে আমাদের কোনো আপত্তি নেই। তারা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে সিদ্ধান্ত নেওয়ার মালিক। কাজেই নির্বাচন কমিশনের এখতিয়ারে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। ধর্মীয় আবেগ জড়িত বিধায় তারা যদি মনে করে তারিখ পরিবর্তন করার সুযোগ আছে, সেখানে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই।’
অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘হিন্দু মহাজোট কারা আপনারা ভালো করেই জানেন? এরকম অনেক সংগঠন আমাদের দেশে আছে। হিন্দু মহাজোট হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। একটা ক্ষুদ্র অংশ; গয়েশ্বর রায়ও তো বিএনপি করে। তাই বলে হিন্দু সমাজ কি গয়েশ্বরের কথা মতো ভোট দেবে?’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
ওবায়দুল কাদের টপ নিউজ বিদ্রোহীপ্রার্থী সিটি করপোরেশন নির্বাচন