অ্যাপের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে: আতিকুল
১৮ জানুয়ারি ২০২০ ১৫:৫৭ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১৬:৫৪
ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, নির্বাচনে জয়লাভ করলে অ্যাপের মাধ্যমে নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। এছাড়াও নির্বাচিত হলে ঢাকার দীর্ঘদিনের সব সমস্যা দূর করা হবে বলেও জানান তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর কচুক্ষেত বাজারের স্বাধীনতা চত্বরে (১৬ নম্বর ওয়ার্ড) নির্বাচনী গণসংযোগকালে এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, “আমরা একটি স্মার্ট ঢাকা সিটি করতে চাই। ডিএনসিসির দায়িত্ব পালনকালে নাগরিক সেবা দিতে ‘সবার ঢাকা’ নামে অ্যাপ তৈরি করেছি। ৩০ জানুয়ারি নির্বাচনে বিজয়ী হলে দায়িত্ব নেওয়ার তিনমাসের মধ্যে এ অ্যাপ চালু করব। সবাই সবার কমপ্লেইন করতে পারবেন সেই অ্যাপের মাধ্যমে।”
এ অ্যাপের মাধ্যমে মোবাইল ফোনে সব নাগরিক সুবিধা পাবে উত্তর সিটির নাগরিক। এর অ্যাপটির তত্ত্বাবধান তিনি নিজেই করবেন বলেও জানান এই মেয়র প্রার্থী।
আতিকুল ইসলাম বলেন, ‘৯ মাস দায়িত্ব পালনকালে আমরা নানা সমস্যা চিহ্নিত করেছি, সেসব সমস্যা সমাধানে পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। প্রয়াত মেয়র আনিসুল হকের করা বাস ফ্র্যাঞ্চাইজি চালুর বিষয়ে দৃশ্যমান উদ্যাগ নেব। তার করা ইউলুপ প্রকল্পের কাজ বন্ধ আছে। এটিও এ বছরের মধ্যে চালু করা হবে। গণপরিবহনগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে আমার ঢাকা নামে একটি অ্যাপ তৈরি করে তার মাধ্যমে বাসের টিকিট বিক্রি করা চালু করা হবে। পরিবহনের একাধিক মালিকানা বাতিল করে কয়েকটি কোম্পানিতে করা হবে। সেখানে পরিবহন ব্যবসায়ীদের জন্য শেয়ার বিক্রি করা হবে।’
নির্বাচিত হলে কচুক্ষেত বাজারে যাত্রী ছাউনি করার প্রতিশ্রুতি দিয়ে এ মেয়র প্রার্থী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নৌকাকে বিজয় করে উপহার দিয়ে তাকে সম্মান জানানো হবে। সবাই মিলে সুস্থ সচল আধুনিক ঢাকা করব। নির্বাচিত হলে কচুক্ষেত বাজারে যাত্রী ছাউনি করব।’
দ্রুত যানজট সমস্যার সমাধান করা হবে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই যানজট নিরসনের উদ্যাগ নেব। যদিও যানজট এ শহরের বড় চ্যালেঞ্জ। তবুও সবাইকে নিয়ে যানজট সমস্যা দ্রুত সমাধান করব। উত্তর সিটি করপোরেশনের সকল যানজটপূর্ণ এলাকায় ইউলুপ তৈরি করা হবে। উত্তর সিটি করপোরেশনের সকল যানজটপূর্ণ এলাকায় ইউলুপ তৈরি করা হবে।’
আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচিত হলে ঢাকার দীর্ঘদিনের সব সমস্যা দূর করা হবে। তার মধ্যে ফুটপাত, এলইডি লাইট, ড্রেনেজ, রাস্তাসহ আধুনিক পরিকল্পিত বাসযোগ্য ঢাকা গড়ার কাজ আগামী ৬ মাসের মধ্যে শুরু করা হবে।’
এ সময় আতিকুল ইসলামের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা খানম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ কাফরুল, ভাষানটেক, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নির্বাচনি প্রচারণার নবম দিনে আতিকুল ইসলাম গণসংযোগ শুরু করেন কচুক্ষেত স্বাধীনতা চত্বর থেকে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নৌকা মার্কার লিফলেট দিয়ে আসন্ন নির্বাচনে তাদের কাছে ভোট চান আতিকুল ইসলাম।
সেখান থেকে ১৪ নম্বর কচুক্ষেত, কাজীপাড়া, শ্যাওড়াপাড়াসহ পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোটও চান আতিকুল ইসলাম।