নগর সাজাতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেব: ইশরাক
১৮ জানুয়ারি ২০২০ ১৪:৫৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১৬:৩৭
ঢাকা: ঢাকা মহানগরকে নান্দনিকভাবে সাজাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পলিকল্পনার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।
শনিবার (১৮ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটির বাংলাবাজার চৌরাস্তা মোড় থেকে নবম দিনের প্রচারণা শুরুর আগে মিডিয়ার সামনে দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ইশরাক বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে নগরবাসীর সমস্যা সমাধানে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করব। নগরকে নান্দনিকভাবে সাজাতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। বসবাস অনুপযোগী এই শহরকে বাসযোগ্য করে গড়ে তোলাই হবে আমার প্রধান কাজ।’
তিনি বলেন, ‘আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াসহ ঢাকাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেব। ক্লিন ঢাকা গড়ে তুলতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
নগরবাসির উদ্দেশে ইশরাক হোসেন বলেন, ‘আগামি ৩০ তারিখ আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনারা দলবেধে ভোট কেন্দ্রে গেলে সরকারে সকল অপকৌশল গণজোয়ারে ভেসে যাবে।’
তিনি বলেন, ‘আমি গতকাল কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী এলাকার বেহাল অবস্থা দেখেছি। এই চিত্র শুধু যাত্রাবাড়ী, কদমতলী অথবা শ্যামপুরেই নয়। এটা পুরো ঢাকারই চিত্র। এর কারণ, বর্তমান ক্ষমতাসীনরা অনির্বাচিত। ভোটে নির্বাচিত হলে জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা থাকে। অনির্বাচিত সরকার ও মেয়রের জবাবদিহিতা না থাকায় ঢাকার এই বেহাল অবস্থা।’
এ সময় ইশরাকের সঙ্গে ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এডভোকেট আবদুস সালাম আজাদ, এসএম জিলানী, ঢাকা মহানগর দক্ষিণের সাধারন সম্পাদক কাজী আবুল বাশার, যুব দলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, রফিক শিকদার, শরিফ হোসেনসহ বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।