আব্দুল মান্নানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
১৮ জানুয়ারি ২০২০ ১১:৩৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১২:০৯
ঢাকা: বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর। একইসঙ্গে আব্দুল মান্নান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মান্নান।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান। সেখানেই বুকে ব্যাথা উঠলে তাকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়।
আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক টপ নিউজ রাষ্ট্রপতি আব্দুল হামিদ