Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিকের হতাশা, মুশফিকের আনন্দ


১৮ জানুয়ারি ২০২০ ০২:১২ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ০২:৩৭

ঢাকা: খুলনার ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারের কথা। রাজশাহী রয়্যালস পেসার কামরুল ইসলাম রাব্বির একেবারে প্রথম ডেলিভারিটি শামসুর রহমান শুভ স্ল্যাশ করে ডিপ পয়েন্ট দিয়ে সীমানার বাইরে পাঠাতে চাইলেন। কিন্তু সেখানে বাঁধ সাধলেন আফিফ হোসেন ধ্রুব। সীমানার কিছুটা ভেতর থেকে বলটি তালুবন্দি করে ফিরিয়ে দিলেন সেট ব্যাটসম্যান শামসুর রহমান শুভকে। যাওয়ার আগে শুভ ৪৩ বলে দলকে দিয়ে গেলেন ৫২ রানের ঝলমলে ইনিংস।

বিজ্ঞাপন

একই ওভারের ৫ম বলে সেই রাব্বি মাত্র ৪ রানে ফেরালেন বিস্ফোরক নজিবুল্লাহ জাদরান। শিরোপা জিততে ১৭১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা দলটির তখন প্রয়োজন আরও ৬৫ রান। এদিকে নেই টপ অর্ডারের চার ব্যাটসম্যান। হঠাৎ করেই পর্বত প্রমাণ এক চাপ ভর করল। যা পরের অর্ডারের আর কেউই সামলাতে পারেননি। সেই চাপে পিষ্ট হয়েই ২১ রানের হারে শিরোপা হারাতে হয়েছে খুলনাকে।

এই হারে অধিনায়ক হিসেবে হতাশা ও কষ্ট দুই মুশফিকের আছে। আবার ভালোলাগাও আছে। ভালোলাগার কারণ হল, এই প্রথম তিনি বিপিএলের ফাইনালে খেললেন। কেননা বিগত ৬ আসরের কোনটিতেই ফাইনালে খেলার সুযোগ তার হয়নি। আর হতাশার কারণ হলো পুরো টুর্নামেন্টে তার দল ভালো খেললেও ফাইনালে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বলে। এতে করে যেটা হয়েছে নিঃশ্বাস দূরে থাকা শিরোপাটি হাত ফসকে গেছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিপিএল ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি একথা জানান।

মুশফিক বলেন,‘সবাই অবশ্যই আশা করে চ্যাম্পিয়ন হবে। এটাই তো স্বাভাবিক। কিন্তু অনেক সময় হয়ত প্রত্যাশানুযায়ী ফলাফল পাওয়া যায় না। শুরুটা ভালো হয়েছে এবং ১৬ ওভার পর্যন্ত ভালোই বোলিং করেছি। এরপর ভালো ফিল্ডিং হয়নি, ক্যাচ মিস করেছি। কিন্তু হতাশার হল আমরা পুরো টুর্নামেন্টই ভালো খেলেছি। ফাইনালে এসে পারলাম না। কিন্তু ভালো লাগছে যে কোনোবারই ফাইনালে খেলতে পারিনি এবার পেরেছি।’

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর