Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদরাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক


১৭ জানুয়ারি ২০২০ ২১:৩৯

কাওসার আলী

রাজশাহী: দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার তালিমুল কোরআন ক্যাডেট মাদরাসার শিক্ষক কাওসার আলীকে (২১) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় মাদরাসা থেকে তাকে আটক করা হয়। কাওসার আলীর বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তার বাবার নাম নুরুল হক।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। শিশুটির অভিভাবকদের বরাত দিয়ে তিনি বলেন, বেশ কিছু দিন ধরে শিশুটিকে নির্যাতন করে আসছিলেন কাওসার। যে কারণে শিশুটি আর মাদরাসায় যেতে চায়নি। শুধু ওই মাদরাসায় নয়, কোনো মাদরাসায় পড়তে চাচ্ছে না সে। কারণ জানতে চাইলে শিশুটি তার ওপর হয়ে যাওয়া নির্যাতনের কথা জানায়। আজ বিকেলে শিশুটির অভিভাবকরা মাদরাসার পরিচালকের কাছে অভিযোগ করেন। সে সময় স্থানীয়রা জড়ো হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে মাদরাসা কর্তৃপক্ষ থানার সহযোগিতা চায়।

খাইরুল ইসলাম আরও বলেন, কাওসার আলী দায় স্বীকার করেছেন। তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাদরাসার পরিচালক আতিক বিন আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, শিক্ষকের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

ধর্ষণ মাদরাসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর