Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুথ দখল করে জাল ভোট দেওয়া সম্ভব: ইসি রফিকুল


১৭ জানুয়ারি ২০২০ ২০:২৬

ঢাকা : ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রোগামিং দিয়ে কাউকে হেল্প (সাহায্য) করা সম্ভব না মন্তব্য করে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, ‘তবে বুথ দখল করে জাল ভোট দেওয়া সম্ভব।’ তিনি বলেন, ভোটার এসে আঙুলের ছাপ দিয়ে ব্যালট পেপার পেলো; ইস্যু হলো আরেকজন দৌড়ে গিয়ে দিয়ে ঢুকে তার ভোটটা দিয়ে দিলো। এ রকম যদি হয় তাহলে কিন্তু জাল ভোট দেওয়া সম্ভব।’

শুক্রবার ( ১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আজিমপুর গভঃ গার্লস স্কুল অ্যান্ড কলেজে দক্ষিণ সিটি করপোরেশন ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালায় তিনি নির্বাচন কমিশনার এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে রফিকুল ইসলাম বলেন, ‘আপনারা একদিনের জন্য কেন্দ্রের রাজা। আপনি যখন রাজা হয়েছেন তখন আপনার প্রথম দায়িত্বটা হচ্ছে আপনার রাজত্বটাকে চিহ্নিত করা। যেসব স্কুলে সীমানা প্রাচীর নেই সেখানে অন্তত একটা বাঁশ দিয়ে হলেও সীমানা প্রাচীর নির্ধারণ করা।’

সীমানা চিহ্নিত করার পরও দেশে কিছু জায়গায় বর্ডার গার্ড দেওয়া আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপানার সঙ্গেও কিছু লোক থাকবেন যারা হলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) দায়িত্ব দেওয়া যেন কোনো অবস্থাতেই অনুমতিবিহীনভাবে কেউ আপনার রাজত্বে ঢুকতে না পারে।’

প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারদের হুঁশিয়ারি দিয়ে রফিকুল ইসলাম বলেন,‘ প্রটেক্ট করতে যদি ব্যর্থ হন তাহলে, আপানাকে আমি দায়ী করব।’ তিনি বলেন, ‘প্রিজাইডিং অফিসার হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার রাজত্বটাকে রক্ষা করা। ঠিক একইভাবে রুমটা হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসারের তালুক কেন্দ্র। এই তালুকটাকে রক্ষা করা।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে ভোট পড়ার হার অনেকটা হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও সেটি জাতীয় সংসদের উপ-নির্বাচন। এইরকম ঢাকা শহরে হওয়ার কথা না।’

নির্বাচন কমিশনার আরও বলেন, ‘ইভিএমের মাধ্যমে ইলেকশন হলে এ যন্ত্রটা যে সব তা কিন্তু না। ভোট চলাকালীন সময়ে ভোটার, সাংবাদিক, পর্যবেক্ষক ঢুকতে দিন। তবে খেয়াল রাখবেন যেন আপনার কার্যক্রমে ব্যাঘাত না ঘটে।’

বাঙালি জাতিকে ‘অসহিষ্ণু’ উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, ‘যখনই লাইন দেখবে তখনই ভাঙতে চাইবে। লাইন নিয়ে মারামারি হলে দায়টা আপনার ঘাড়ে পড়বে।’

’সরস্বতী পূজার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কারও ধর্মীয় অনুভূতিতে কোনোরকম আঘাত দেওয়ার জন্য সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়নি।’

নির্বাচন কমিশন বিপদের মধ্যে আছে মন্তব্য করে এই কমিশনার বলেন, ‘আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেনের সভাপতিত্বে দক্ষিণ সিটি নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তাসহ সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা ওই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।

ইভিএম জাল ভোট টপ নিউজ নির্বাচন কমিশন সিটি করপোরেশন সিটি নির্বাচন

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর