বঙ্গবন্ধু বিপিএল ফাইনাল সরাসরি সারাবাংলায়
১৭ জানুয়ারি ২০২০ ১৬:২৯ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১৯:০৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল আজ শুক্রবার (১৭ জানুয়ারি)। সন্ধ্যা ৭টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে মুশফিকুর রহিমের নেতৃত্বে খুলনা টাইগার্স এবং আন্দ্রে রাসেলের নেতৃত্বে রাজশাহী রয়্যালস।
ফাইনাল ম্যাচটি অনলাইনে সরাসরি দেখা যাবে সারাবাংলা.নেট’র ওয়েবসাইটে। www.sarabangla.net ব্রাউজ করলেই দর্শকরা উপভোগ করতে পারবেন বিপিএলের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল। দেখানো হবে র্যাবিটহোলের সৌজন্যে।
এবারে বঙ্গবন্ধু বিপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি ছাড়াই সম্পূর্ণ নতুন আঙ্গিকে আয়োজন করেছে বিসিবি। চলতি আসরে ৭টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। মাসব্যাপী ব্যাটবলের লড়াইয়ের পর শিরোপার চূড়ান্ত লড়াই ফাইনাল লড়বে টপ ফেবারিট দুই দল।