Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ কন্ট্রোল রুম থেকে লাফিয়ে পড়ে পুলিশ সদস্যের মৃত্যু


১৭ জানুয়ারি ২০২০ ১৫:২২

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আব্দুল গণি রোডের পুলিশ কন্ট্রোল রুমের ভবন থেকে লাফিয়ে পড়ে সুধাংশু কুমার বিশ্বাস (২৪) নামের এক পুলিশ কনস্টেবল মারা গেছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সুধাংশু লাফিয়ে পড়েন ওই ভবনের তিন তলা থেকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সুধাংশু ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার খরাসুনি গ্রামের শংকর কুমার বিশ্বাসের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত সে। ২০১৫ সালে কনেস্টবল হিসেবে যোগ দেন তিনি।

রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান সারাবাংলাকে জানান, সকালে গণি রোডের পুলিশ কন্ট্রোল রুম ভবনের তৃতীয় তলা থেকে লাফিয়ে পড়েন সুধাংশু। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

সুধাংশুর ফুপাত ভাই পিন্টু সরকার জানান, তিন বছর আগে বিয়ে হয় সুধাংশুর। দু’জনের মধ্যে মনোমালিন্য হওয়ায় ছয় মাস আগে তার স্ত্রী অভিমান করে বাবার বাসায় চলে যান। এরপর আর ফিরে আসেননি। এই বিষয়টি নিয়ে সম্ভবত কলহ চলছিল। তার জের ধরে সুধাংশু আত্মহত্যা করে থাকতে পারে।

ময়নাতদন্তের জন্য সুধাংশুর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ডিসি সাজ্জাদুর।

আত্মহত্যা কন্ট্রোল রুম টপ নিউজ পুলিশ কনস্টেবল লাফিয়ে পড়ে আত্মহত্যা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর