চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় দুজনের মৃত্যু
১৭ জানুয়ারি ২০২০ ১২:২৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১২:২৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
মৃত একজনের নাম ওমর ফারুক (৩০)। আরেকজনের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর।
হাইওয়ে পুলিশের পটিয়া ফাঁড়ির পরিদর্শক বিমল ভৌমিক জানিয়েছেন, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে বিপরীতমুখী পটিয়ার স্থানীয় রুটের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহত সাতজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত নায়েক আব্দুল হামিদ জানান, আহত সাতজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।