বিপিএল ফাইনাল দেখতে আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও
১৭ জানুয়ারি ২০২০ ১২:০৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১২:৩০
বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল দেখতে প্রধান অতিথি হয়ে এসেছিলেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা- আইসিসি’র চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। সপ্তম আসরের ফাইনালে ও থাকছেন অতিথি। বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল দেখতে ঢাকায় আসছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
রবার্টসের ঢাকায় আসার খবর সারাবাংলাকে নিশ্চিত করেছে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানিয়েছেন, ‘বঙ্গবন্ধু বিপিএল ফাইনাল ফাইনাল ম্যাচ টি দেখতে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস আজ দুপুরে আসছেন।’
তবে শুধু বিপিএল ফাইনাল ম্যাচ দেখাই তার সফরের একমাত্র উদ্দেশ্য নয়। সফরে তার সঙ্গে দুই দেশের ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলেও জানিয়েছেন সুজন।
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু বিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়ালস। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।