Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব কিছু শান্তিপূর্ণ আছে, নির্বাচনী প্রচারণায় বললেন তাবিথ


১৭ জানুয়ারি ২০২০ ১১:৫৮ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১৩:১৭

ঢাকা: নির্বাচনী প্রচারণায় গতকাল (১৬ জানুয়ারি) কোনো হামলা কিংবা বাধার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, গতকালের পরিস্থিতি ছিল মেনে নেওয়ার মত। আজকেও তাই হবে আশা করছি। এখন পর্যন্ত সব কিছু শান্তিপূর্ণ আছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া দশটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের নুরজাহান রোড এলাকায় নির্বাচনী প্রচারণায় এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

এখন কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, আমরা প্রতিদিন ইতিবাচক মনোভাব নিয়েই শুরু করি। আজকে মাত্র শুরু করলাম। এখন পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ আছে।

দিনে ভালো রাতে খারাপ, এখনও কি তাই হচ্ছে? এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, গতকালকের পরিস্থিতি বলা যায় মেনে নেওয়ার মত ছিল। আমরা কিছু অভিযোগ করেছি, ইলেকশন কমিশন কী ব্যবস্থা নেয় আমরা তা দেখার অপেক্ষায় আছি। তবে বলতে পারি প্রতিনিয়ত পরিস্থিতি বদলাচ্ছে। আজকে আমরা বলতে পারি সব কিছু শান্তিপূর্ণ আছে।

ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? জবাবে তাবিথ বলেন, যেখানেই যাই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আজকে যেখানে এসেছি এখানেও জনগণ সকাল থেকে অপেক্ষায় ছিলো। আমরা দেখছি সাধারণ নাগরিকরা অনেক উৎফুল্ল মনে এগিয়ে আসছে।

তিনি বলেন, আমরা যেরকম সাড়া পাচ্ছি, এতে বিশ্বাস করি যদি আগামী ৩০ জানুয়ারি এরকমভাবে শৃঙ্খলা থাকে তাহলে আমাদের নিশ্চিত বিজয় হবে।

নির্বাচনের তারিখ নিয়ে বিতর্ক প্রসঙ্গে জানতে চাইলে তাবিথ বলেন, পূজার দিন নির্বাচন দিয়ে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এ বিতর্ক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এ বিষয়ে তারা হাস্যকর ও অসম্মানজনক মন্তব্যও করছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, পূজার দিনে নির্বাচন কারো জন্যই মঙ্গলজনক নয়। এ বিষয়ে আপীল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

আগামী ৩০ জানুয়ারি রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি’র পক্ষ থেকে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেওয়া হয়েছে।

টপ নিউজ তাবিথ আউয়াল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর