Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরেন্দ্র মোদির সঙ্গে তথ্যমন্ত্রীর সাক্ষাৎ


১৬ জানুয়ারি ২০২০ ২২:৫০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ২৩:৪৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারত সফররত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাক্ষাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিতে রাইসিনা সংলাপে অংশগ্রহণকারী বিশ্বের অন্যান্য দেশের মন্ত্রীদের সঙ্গে হাছান মাহমুদ বুধবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

তথ্যমন্ত্রী এদিন দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শংকরের সঙ্গে বৈঠক করেন। এর আগে, মঙ্গলবার তিনি ভারতের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে ভারতে বাংলাদেশ বেতারের দৈনিক চার ঘণ্টা সম্প্রচার উদ্বোধন ও বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র নির্মাণে যৌথ প্রযোজনা চুক্তি সই প্রত্যক্ষ করেন।

বৃহস্পতিবার হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি পরিদর্শন শেষে আগামীকাল শুক্রবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। বাসস।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর