Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পান বিক্রেতার বিরুদ্ধে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ


১৬ জানুয়ারি ২০২০ ২১:১৫

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পান বিক্রেতা সিদ্দিকের (৫৫) বিরুদ্ধে প্রতিবেশির ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা।

শিশুটির মা বলেন, ‘গত রোববার (১২ জানুয়ারি) বিকেলে প্রতিবেশি পান দোকানদার সিদ্দিক শিশুটিকে পানের ডালা নিয়ে তার বাসায় যেতে বলে। এরপর বাসায় নিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে সে। এরপর মেয়েটি বাসায় এসেও ভয়ে কাউকে কিছু বলেনি। দুই দিন পর সে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।’

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাকে ধর্ষণ করা হয়েছে বলা অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ধর্ষণ পান বিক্রেতা শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর