Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবির সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি শহীদুল হক


১৬ জানুয়ারি ২০২০ ১৯:৩৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৯:৪১

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বিদায়ী সভাপতি সহযোগী অধ্যাপক মো. আবুল কালাম আজাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন বিভাগের নতুন সভাপতি।

শহীদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে ১৯৯৮ সালে স্নাতক ও ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি বলেন, ‘বিভাগের একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও জোরদার করা হবে। পাশাপাশি বিভাগের উদ্যোগে একাধিক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হবে।’

স্কুপাস জার্নালসহ আন্তর্জাতিক জার্নালে মো. শহীদুল হকের প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে গবেষণা প্রবন্ধ ও বক্তব্য উপস্থাপন করেছেন। গত বছর ডয়েচে ভেলের আমন্ত্রণ ও স্পন্সরশিপে তিনি জার্মানিতে অনুষ্ঠিত গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেন। ( প্রেস রিলিজ)

চট্টগ্রাম চবি সাংবাদিকতা বিভাগ সাংবাদিকতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর