Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন শি জিন পিং


১৬ জানুয়ারি ২০২০ ১৯:৩৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৯:৩৮

দুই দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার (১৭ জানুয়ারি) মিয়ানমার যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। চীন ও মিয়ানমারের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০ বছর পূর্তি উপলক্ষে শি জিন পিংয়ের  এই সফর। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এ খবর জানিয়েছে  দ্য ইরাবতী।

দুই দশকের মধ্যে প্রথম চীনা প্রেসিডেন্ট হিসেবে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমার সফরে যাচ্ছেন শি জিন পিং। ২০০৯ সালে চীনের ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় মিয়ানমার সফর করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

দ্য ইরাবতী জানিয়েছে, শি জিন পিংয়ের এই সফরে চীন ঘোষিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ হিসেবে চীন-মিয়ানমার ইকনোমিক করিডোরের (সিএমইসি) অধীনে দেশ দুটির মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। মিয়ানমারের বাণিজ্য সংশ্লিষ্টরা চীনা প্রেসিডেন্টের এই সফরকে ঘিরে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

এদিকে, নেপিডোতে শি জিন পিংকে অভ্যর্থনা জানাবেন মিয়ানমারের প্রেসিডেন্ট উ উইন মিন্ট। তারপর স্টেট কাউন্সিলর অং সান সু চি’র সাথে এক বৈঠকে মিলিত হবেন চীনা প্রেসিডেন্ট। এছাড়াও, মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের সাথেও সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে তার।

তারপর, চীন ও মিয়ানমারের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট শি জিন পিং।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো গণহত্যা, লুন্ঠন ও ধর্ষণের অভিযোগে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ২৩ জানুয়ারি ঘোষিত হবে। এরমধ্যেই, শি জিন পিংয়ের মিয়ানমার সফর রোহিঙ্গা ইস্যুকে এক নতুনমাত্রায় নিয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

 

চীন-মিয়ানমার ইকনোমিক করিডোর (সিএমইসি) বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ রাখাইন রোহিঙ্গা সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং স্টেট কাউন্সিলর অং সান সু চি