অন্তঃসত্ত্বা নারী কাঁধে, ৪ ঘণ্টা হেঁটে হাসপাতালে ভারতীয় সেনারা
১৬ জানুয়ারি ২০২০ ১৭:৫৬ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ২১:১৬
ভয়ঙ্কর তুষারপাত ও হিমবাহধসে জম্মু ও কাশ্মিরে নেমে এসেছে স্থবিরতা। এরমধ্যেই ভারতীয় সেনারা টুইটে জানিয়েছে, তুষারপথে চারঘণ্টা হেঁটে এক অন্তঃসত্ত্বা নারীকে তারা হাসপাতালে নিয়ে গেছে। মা ও সন্তান সুস্থ আছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইন্ডিয়া টাইমসের খবরে এ তথ্য দেওয়া হয়। দক্ষিণ কাশ্মিরের বারামুল্লার দারদ পোরা গ্রামে ঘটেছে এই ঘটনা।
ভারী তুষারপাতে আটকা পড়েন গ্রামের অন্তঃসত্ত্বা নারী শামীমা। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া প্রয়োজন ছিল। উপায়ন্তর না পেয়ে, ১০০ সেনাসদস্য ও ৩০ জন গ্রামের বাসিন্দা শামীমাকে কাঁধে নিয়ে হাসপাতালে রওনা হন। প্রায় চারঘণ্টা পর তারা হাসপাতালে পৌঁছান।
হাসপাতালে সন্তানের জন্ম দেন ওর নারী। নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন।