Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে মা-মেয়ে খুন: শফিকুল কিশোরগঞ্জে গ্রেফতার


১৬ জানুয়ারি ২০২০ ১৭:১৬ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৭:১৭

ময়মনসিংহ: জেলার খাগডহরে স্ত্রী-মেয়ে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী শফিকুল ইসলাম শাহিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম। তিনি জানান, খুনের ঘটনায় বড় মেয়ে লাবণ্য আক্তার বাদি হয়ে মামলা করেছেন। আসামিকেও গ্রেফতার করা হয়েছে। এখন আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, বেঁচে গেল বড় মেয়ে

উল্লেখ্য, গতকাল বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের খাগডহর এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক সন্তানকে শ্বাসরোধে হত্যা করে শফিকুল ইসলাম শাহিন। এ হত্যা দেখে ফেলায় আরেক মেয়েকেও হত্যার চেষ্টা করে সে। পরে স্থানীয়রা লাবণ্যকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পালিয়ে যাওয়া

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর