Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে দোকানি হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন


১৬ জানুয়ারি ২০২০ ১৬:০৮

মুন্সীগঞ্জ: জেলার টংগিবাড়ি উপজেলায় দোকানদার মোয়াজ্জেম দেওয়ান হত্যা মামলায় সাত জনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের সিনিয়র দায়রা জজ হোসনে আরা বেগম এই রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলো- আল আমিন শেখ, শাহজাহান ভূঁইয়া, খোরশেদ আলম, মাসুম সরদার, শামীম শেখ, আল মামুন মোল্লা ও আ. রাজ্জাক ওরফে জাক্কা। রায় ঘোষণার সময় আল আমিন শেখ, শাহজাহান ভূঁইয়া, খোরশেদ আলম ও শামীম শেখ আদালতে উপস্থিতি ছিলো। মামলার বাকি আসামিরা পলাতক।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ আগস্ট রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে মোয়াজ্জেম দেওয়ানকে হত্যা করে আসামিরা। এসময় তারা দেড় লাখ টাকা, ৫টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে মোয়াজ্জমেকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় মোয়াজ্জেমের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেছিলেন।

দোকানি হত্যা যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর