‘রাজপথ বিচিত্রা’ সম্পাদকের বিরুদ্ধে নায়িকা অঞ্জনার মামলা
১৬ জানুয়ারি ২০২০ ১৬:০১ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৬:৪১
ঢাকা: সাপ্তাহিক পত্রিকা ‘রাজপথ বিচিত্রা’র সম্পাদক সিরাজ উদ্দিন রাজা সিরাজের বিরুদ্ধে চাঁদা দাবি ও মানহানির অভিযোগে মামলার করেছেন চলচ্চিত্র নায়িকা অঞ্জনা সুলতানা।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে তিনি মামলার আবেদন করেন।
এদিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা আদেশ পরে দেবেন বলে জানান।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১ ডিসেম্বর আসামি তার ‘নতুন প্রজম্মের সাপ্তাহিক রাজপথ বিচিত্রায়’ একটি লেখা প্রকাশ করেন। যার শিরোনাম ছিল, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা নামধারী কলগার্ল একা, প্রতারণার বিজ্ঞাপনে পতিতার সর্দারনী রিনা খান, প্রতারণার বিজ্ঞাপনে নায়িকা সুজাতা, প্রতারণার বিঙ্গাপনে নায়িকা নামধারী কলগার্ল জি কে শামীমের রক্ষিতা রত্না, চিত্রনায়িকা অঞ্জনা ও দুই মাসির সাথে ছিনতাইকারী মেহেদী হাসান নয়ন।
অভিযোগে আরও বলা হয়, এ প্রতিবেদন প্রকাশের পর বাদী আসামির সঙ্গে যোগাযোগ করলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামিকে টাকা না দিলে আরও গোপন তথ্য, যা ধারাবাহিক প্রকাশের হুমকি দেন। এ ধরনের সংবাদ প্রকাশিত হওয়ায় বাদীর মানহানি ও ক্ষতি সাধন হয়েছে।