‘পূজার দিন নির্বাচন দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অপমান করা হয়েছে’
১৬ জানুয়ারি ২০২০ ১৪:১২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৬:২৪
ঢাকা: নির্বাচন কমিশন অন্য কিছুকে প্রাধান্য দিলেও ধর্মকে প্রাধান্য দেয়নি মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে স্বরস্বতী পূজাকে বানচাল করার জন্য নির্বাচন কমিশন এরকম একটা তারিখ ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের অপমান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথ এলাকায় নির্বাচনি প্রচারের সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
৩০ জানুয়ারি স্বরস্বতী পূজার দিনের নির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য যারা আন্দোলন করছে তাদের প্রতি আপনার মন্তব্য কি? জবাবে তাবিথ বলেন, ‘আমি অনেক সময় বলে এসেছি বর্তমান সরকার যে একটা মুখোশ পরে আছে, উনারা সকল ধর্মকে সমানভাবে সম্মান করে। সংবিধান বজায় রাখতে চেষ্টা করে। কিন্তু তাদের সে মুখোশটা এ রায়ের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল, যে তারা অসত্য কথা বলে এসেছে সব সময়।’
তিনি আরও বলেন, ‘এর আগেও আমরা বলেছিলাম দুর্গা পূজার সময় যেন এ ধরনের কোনো সিডিউল দেওয়া না হয়। তবুও ঠিকই দুর্গা পূজার মাঝখানে একটা ইলেকশন দিয়ে দিয়েছিল। আমাদের হিন্দু ধর্মের ভাই-বোনেরা তখনও আঘাত পেয়েছে। এবারও দেখছেন উনারা ইচ্ছাকৃতভাবে স্বরস্বতী পূজাকে বানচাল করার জন্য নির্বাচন কমিশন এরকম একটা তারিখ ঘোষণা দিয়েছে। অন্য কিছুতে প্রাধান্য দিলেও কিন্তু ধর্মকে প্রাধান্য দেওয়া হয়নি। আমরা সব সময় সব ধর্মকে প্রাধান্য দিয়ে যাচ্ছি। এবার আমি আমার সব হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনসহ সকলকে আহ্বান জানাচ্ছি, উনাদের ওপর যে অন্যায় বিচার করা হয়েছে সেটার জবাব ৩০ জানুয়ারি উনারা দেবেন ধানের শীষে ভোট দিয়ে।’
আওয়ামী লীগ বলছে কোনো বাধা দিচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষের তো নিজেদের একটা ভাষ্য থাকবে। কিন্তু বাস্তবতা হলো পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। উনারা নতুন নতুন কায়দা বের করছে। পরিস্থিতি কখনো দিনে ভালো থাকে কিন্তু বিকেলে খারাপ হচ্ছে। গতকাল দিনে ভালো ছিল। বিকেলে আমাদের ১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেগুনের জনসংযোগ লক্ষ্য করে উদ্দেশ্যমূলক একটা হামলা করা হয়েছিল। তাকে প্রটেক্ট করতে গিয়ে আমার পাঁচ জন সহকর্মী বেশ খারাপভাবে আহত হয়েছে। এমন পরিস্থিতি যদি আওয়ামী লীগ কন্টিনিউ করে তাহলে বোঝা যাচ্ছে উনারা আমাদের পক্ষে জনসমর্থন দেখে ভয় পেয়ে এমনটা করছে। তাই চেষ্টা করছে ভয়ভীতি দেখিয়ে আগামী ৩০ জানুয়ারি যাতে ভোটাররা ভোট কেন্দ্রে না যায়। তবে আমরা সকলকে আহ্বান জানাচ্ছি, জনগণের ঐক্য আমাদের সঙ্গে আছে। আমরা শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে ৩০ তারিখ একটা বিজয় নিয়ে আসব।’
প্রচারণায় কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তাবিথ বলেন, ‘প্রচারণায় বেশ সাড়া পাচ্ছি। শুধু মেয়র পদে নয়। কাউন্সিল পদেও ভালো সাড়া দেখতে পাচ্ছি। মানুষজন রাস্তা দিয়ে যাওয়ার সময় নিজেদে থেকে এগিয়ে এসে কুশল বিনিময় করছে। হাত মেলাচ্ছে। লিফলেট নিচ্ছে। মা-বোনেরা বাসার জানালা দিয়ে হাত নাড়িয়ে সাড়া দিচ্ছেন। কারণ তারা সকলেই নিরাপদ একটা বাসযোগ্য শহর চায়, বর্জ্যমুক্ত শহর চায়। যা আমরা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্ষমতাশীন দলের অধীনে বিএনপির প্রার্থী মেয়র হলে উন্নয়ণ বাধাগ্রস্থ হবে সাধারণ মানুষের মাঝে এমনটা প্রচার হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কথাটা একদমই সত্য নয়। কারণ বিগত ১০ বছরে ক্ষমতাশীন দলের প্রার্থীরাই মেয়র ছিল। কিন্তু বিনিময়ে বায়ূ দূষণে ঢাকা বিশ্বের এক নম্বর হয়েছে। ডেঙ্গুকে অবহেলা করে মানুষ মেরেছে। যানজটে দুর্বিসহ জীবন যাপন করছে নাগরিকরা। অথচ সিলেটে ক্ষমতাশীন দলের বিপরীতে বিএনপির প্রার্থী মেয়র হয়ে জনগণের ভালোবাসা পাচ্ছেন। পরিকল্পিত শহর গড়ে উঠেছে সিলেট। সুতরাং কথাটার কোনো ভিত্তি নেই। সামাজিক ঐক্য থাকলে সেখানে ক্ষমতাশীন কোনো ব্যাপার নয়। সামাজিকভাবে উন্নয়ন সম্ভব। যার উদাহরণ সিলেট।’
উৎসব মুখর ভোট অনুষ্ঠিত হতে সরকারের কোনো সহযোগিতা চাইবেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের যে দেড় শতাধিক ম্যাজিস্ট্রেট ঢাকা শহরে পর্যটনের মত ঘুরে বেড়াচ্ছে তাদের পর্যটন হিসেবে না ঘুরে ম্যাজিস্টেট হিসেবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
এসময় তার নির্বাচনি প্রচারে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।