Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুদক


১৬ জানুয়ারি ২০২০ ১৩:০৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৪:০৩

ঢাকা: ক্যাসিনো কাণ্ডে সম্পৃক্ততা, বিদেশে অর্থপাচার, অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির মাধ্যমে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহউদ্দিন আহাম্মদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা গেছে, ক্যাসিনো হোতা জিকে শামীম সিন্ডিকেটের সক্রিয় সদস্য গণপূর্তের এই কর্মকর্তা। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। যার সূত্র ধরে চলতি সপ্তাহের ১৩ জানুয়ারি তাকে তলব করে চিঠি দেয় দুদক। সেই চিঠিতে তাকে আজ বৃহস্পতিবার দুদকে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল।

এদিকে, একই অভিযোগে এম জামাল অ্যান্ড কোম্পানির মালিক মো. জামাল উদ্দিনকেও জিজ্ঞাসাবাদ করছে দুদক।

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ টপ নিউজ দুদক

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর