Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ খুন


১৬ জানুয়ারি ২০২০ ১২:০৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১২:৫৩

ঢাকা: কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শরিফ উদ্দিন খান (৪৫) খুন হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে তাকে খুন করা হয় বলে জানিয়েছেন বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার মজুমদার।

শরিফ উদ্দিন খানের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামে। সে অভিযোগ কেন্দ্র ভবনের একপাশে স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) জানান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন বরুড়া উপজেলার আড্ডা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শরিফ উদ্দিন খান প্রতিদিনের মতো রাতে ঘুমাতে যায়। রাতের কোনো এক সময় দুবৃত্তরা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে তাকে কুপিয়ে আহত করে। এ সময় তার স্ত্রী ও সন্তানেরা পাশের রুমে ছিলেন। পরে টের পেয়ে পরিবারের লোকজন শরিফ উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কে বা কারা শরিফ উদ্দিনকে খুন করেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান ইকবাল বাহার মজুমদার

ইনচার্জ খুন পল্লী বিদ্যুৎ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর