ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
১৬ জানুয়ারি ২০২০ ০৯:০৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৩:৩৪
মুন্সীগঞ্জ: ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
কুয়াশা ঘন থাকায় দিক নির্ণয় বয়াবাতি না দেখতে পেয়ে পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙ্গরে রাখতে বাধ্য হয় চালকরা। এসময় শিমুলিয়া ঘাটে আটকে পড়ে পারাপার হতে আসা প্রায় তিনশ’র মতো ছোট-বড় যানবাহন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। এসময় চালক পাঁচটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে রাখতে বাধ্য হয়। দুর্ঘটনা এড়াতে ভোর ৬টার সময় এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।