Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা-মেয়েকে শ্বাসরোধে হত্যা, বেঁচে গেল বড় মেয়ে


১৫ জানুয়ারি ২০২০ ২২:৪৩

ময়মনসিংহ: ময়মনসিংহের খাগডহর ঘুন্টি ফকির বাড়ি এলাকায় শফিকুল ইসলাম শাহিন (৪৫) নামে এক ব্যক্তি তার স্ত্রী এবং মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, শাহিন তার বড় মেয়ে লাবণ্যকেও (২২) হত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। মারা গেছেন— রুমা আক্তার (৪০) ও তার মেয়ে নাফিয়া (১২)।

কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল ইসলাম শাহিন কাঠ ব্যবসায়ী। বিকেলে তিনি স্ত্রী রুমা আক্তার ও ছোট মেয়ে নাফিয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। তাদের মরদেহ বাথরুমে রেখে বড় মেয়েকে শ্বশুর বাড়ি থেকে চলে আসতে বলেন। মেয়েকে জানান, তার মা অসুস্থ হয়ে পড়েছে। লাবণ্য এলে তাকেও হত্যার চেষ্টা করেন শাহিন। তবে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহিন পালিয়ে যান।

হত্যা

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর