Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুতিনের আহ্বানে রাশিয়া সরকারের পদত্যাগ


১৫ জানুয়ারি ২০২০ ২১:৩১

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সংবিধান সংশোধনে গণভোটের প্রস্তাব দেওয়ার পর বুধবার (১৫ জানুয়ারি) রাশিয়া ফেডারেশনের মন্ত্রিসভার সকল সদস্য পদত্যাগ করেছেন। খবর আল জাজিরা।

এর আগে, রাশিয়ার সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা ঠিক রেখে পার্লামেন্টের ক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে গণভোট আয়োজনের প্রস্তাব রেখেছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পার্লামেন্টে রাষ্ট্রপতির বাৎসরিক ভাষণে তিনি ওই প্রস্তাব রাখেন। পুতিন বলেন, রাশিয়ার সংবিধানের কয়েকটি ধারা এবং উপধারায় সংশোধনী আনতে হবে। তবে কতদিনের মধ্যে এই সংশোধনী আসবে তা তিনি উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

এদিকে, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেব তার পদত্যাগ পত্র প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন। এখন তিনি রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে নিযুক্ত হবেন। এ ব্যাপারে মস্কো থেকে আলেক্সান্দ্রা গডফ্রয়েড নামের একজন সাংবাদিক আলজাজিরাকে জানিয়েছেন, পুতিন যে মেদভেদেবের ওপর আস্থা রেখেছেন তা আবার প্রমাণিত হলো।

২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে ভ্লাদিমির পুতিন তার মেয়াদ সম্পন্ন করবেন। তখন তার বয়স হবে ৭১। তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি সংবিধান সংশোধনের একটি পদ্ধতি খুঁজছিলেন। সংবিধান সংশোধনের মাধ্যমে সংসদকে আরও কার্যকর করতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্য নির্বাচনে সংসদ সদস্যদের ক্ষমতা বৃদ্ধির কথা ভাবছে রাশিয়া।

তবে, সংবিধান সংশোধন তদারকির জন্য নতুন কোন পরিষদ দায়িত্বপ্রাপ্ত হওয়ার আগপর্যন্ত রাশিয়ার বর্তমান সরকারের সদস্যরাই দায়িত্বপালন করবেন।

গণভোট টপ নিউজ দিমিত্রি মেদভেদেব পদত্যাগ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংবিধান সংশোধন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর