Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেয়ার বাজারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ফিরোজ রশীদ


১৫ জানুয়ারি ২০২০ ২০:৫২ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ২১:০২

জাতীয় সংসদ ভবন থেকে: পুঁজিবাজারের অব্যাহত অচলাবস্থা কাটিয়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। তার এমন দাবির সঙ্গে একমত জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

ফিরোজ রশীদ বলেন, শেয়ার বাজারের বিনিয়োগকারীরা রাস্তায় নেমে পড়েছেন। শেয়ার বাজার একেবারে শুয়ে পড়েছে। প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ করেন, তাহলে শেয়ার বাজার ফিরে আসতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জানুয়ারি) রাতে একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

কাজী ফিরোজ রশীদ বলেন, দেশ চলে তিন নীতিতে— রাজনীতি, অর্থনীতি ও দুর্নীতি। শেয়ার বাজার মাটিতে শুয়ে গেছে, বিনিয়োগকারীরা রাস্তায় নেমে পড়েছেন।

অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জাপা’র এই সংসদ সদস্য বলেন, শেয়ার বাজারে কেন এরকম হলো? অর্থমন্ত্রী তো অত্যন্ত দক্ষ। শেয়ার বাজার নিয়ে তার গভীর চিন্তাও রয়েছে। এই মার্কেটে কোথায় কী হচ্ছে, তার সম্যক ধারণা তার কাছে। তবে এখনকার পরিস্থিতির কারণও আমাদের সবার জানা। সিকিউরিটি এক্সেচেঞ্জ কমিশন দুর্বল, পচা কোম্পানিগুলো লিস্টিং করে বাজারে ছেড়ে দেয়। আমরা বলেছিলাম, দুর্বল কোম্পানিগুলোকে যেন লিস্টিং না করে। তাতে কান না দেওয়ার কারণেই এরকম ধ্বস দেখতে হচ্ছে।

ফিরোজ রশীদ আরও বলেন, আমরা লিস্টিং দেই না, দেয় সিকিউরিটি এক্সেচেঞ্জ কমিশন। আমরা বার বার ফেরত পাঠালেও পচা কোম্পানি বাজারে এনে আমাদের বিনিয়োগকারীদের রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা তদন্ত কমিশন গঠন করার দাবি করেছিলাম। আজ পর্যন্ত কমিশন করা হয়নি। একটা লোককেও শাস্তির আওতায় আনা হয়নি। বাজার থেকে ৯৫ হাজার কোটি টাকা মূলধন নেই!

বিজ্ঞাপন

সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দিকে অভিযোগ তুলে তিনি বলেন, পচা কোম্পানিগুলো আমাদের কাছে ছেড়ে দেন। পৃথিবীর কোনো দেশে এমন নিয়ম নেই যে শেয়ার কিনতে বাধ্য করবে। শেয়ার বাজারে যারা ৩০ বছর যেত, তাদের পায়ে জুতা নেই। তারা বলছে, আমাদের দেখার কী কেউ নেই? অথচ কমিশন জগদ্দল পাথরের মতো বসে আছে। শুধু লিস্টিং দেওয়াই তাদের কাজ, আর কোনো কাজ নেই। পচা কোম্পানি এনে প্রতিদিন মানুষকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে, কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

ফিরোজ রশীদ বলেন, অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, নিশ্চয়ই প্রধানমন্ত্রী যদি এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন, তাহলে শেয়ার বাজার আবার ফিরে আসতে পারে। নইলে এখান থেকে ফিরে আসার কোনো উপায় দেখি না।

কাজী ফিরোজ রশীদের সঙ্গে একমত পোষণ করে বিএনপির হারুনুর রশীদ বলেন, মন্ত্রীরা প্রশ্নোত্তরে বলেন, দেশে কোনো বিপর্যয় দেখতে পান না, দেশে কোনো সংকট-সমস্যা নেই। তাদের এমন উত্তরে হতভম্ব হয়ে যাই, বিস্মিত হয়ে যাই। এক সপ্তাহ ধরে পুঁজিবাজারে টাকা হারিয়ে মানুষ রাস্তায় শুয়ে পড়েছে, লাখো পরিবার ধুলায় মিশে যাচ্ছে। অথচ এ বিষয়ে সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এই যে আমরা মুজিববর্ষ উদযাপন করছি, আমাদের এত প্রবৃদ্ধি, এত উন্নতি, বিশাল বিশাল স্থাপনা বানাচ্ছি— কিন্তু বিনিয়োগকারীদের রক্ষার জন্য সত্যিকার অর্থে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, অর্থমন্ত্রী একটু বলবেন?

কাজী ফিরোজ রশীদ পুঁজিবাজার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ শেয়ার বাজার শেয়ার বাজারে অচলাবস্থা